ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রেমিট্যান্স আহরণে অষ্টম বাংলাদেশ

রেমিট্যান্স আহরণে শীর্ষ দশে উঠে এসেছে বাংলাদেশ। ২০১৯ সালে রেমিট্যান্স আহরণে শীর্ষ দেশগুলোর তালিকায় একধাপ এগিয়ে ৮ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের দেওয়া তথ্যে বিষয়টি উঠে এসেছে।

২০১৮ সালে রেমিট্যান্স আহরণে শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৯ নম্বরে। ওই বছর দেশের রেমিট্যান্স আহরণ ছিল ১৬ বিলিয়ন ডলার। প্রায় একই পরিমাণ রেমিট্যান্স আহরণ করে অষ্টমে ছিল ভিয়েতনাম। ২০১৯ সালে ভিয়েতনামকে টপকে অষ্টম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এতে রেমিট্যান্স আহরণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ রয়েছে তৃতীয় অবস্থানে।

এক বছরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ২০১৯ সালে। যার পরিমাণ এক হাজার ৮৩৩ কোটি মার্কিন ডলার। করোনা মহামারির মধ্যে চলতি বছরও আশানুরূপ গতিতে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স। এতে ২০২০ সালে তালিকায় উন্নতি না হলেও অবস্থান ধরে রাখা বাংলাদেশ ব্যাংকের পক্ষে সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী, ২০১৯ সালে ৮৩ দশমিক ১ বিলিয়ন রেমিট্যান্স নিয়ে শীর্ষে আছে ভারত। ৬৮ দশমিক ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। তৃতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো, দেশটির রেমিট্যান্সের পরিমাণ ৩৮ দশমিক ৫ বিলিয়ন ডলার। ৩৫ দশমিক ১ বিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণ করে চতুর্থ অবস্থানে রয়েছে ফিলিপাইন। পঞ্চম অবস্থানে থাকা নীল নদের দেশ মিসর ২৬ দশমিক ৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে।

২৩ দশমিক ৮ বিলিয়ন ডলার আহরণ করে রয়েছে ষষ্ঠ অবস্থানে রয়েছে আফ্রিকান দেশ নাইজেরিয়া। সপ্তম অবস্থানে রয়েছে প্রতিবেশি দেশ পাকিস্তান। ২০১৯ সালে দেশটি রেমিট্যান্স আহরণ করেছে ২২ দশমিক ৫ বিলিয়ন ডলার। গত বছর বাংলাদেশ থেকে এক বিলিয়ন ডলার কম রেমিট্যান্স আহরণ করে অষ্টম থেকে অবনমন হয়ে নবমে গেছে ভিয়েতনাম। দেশটি গত বছর ১৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণ করেছে। ১৫ দশমিক ৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণ করে দশম অবস্থানে রয়েছে ইউক্রেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন