এ মহামারির সময়ও আন্তর্জাতিক বাজারে গ্যাসোলিনের দাম তুলনামূলক কম রয়েছে। এ সুযোগে জ্বালানি পণ্যটির আমদানি বাড়িয়ে দিয়েছে জাপান। এরই রেশ ধরে গত আগস্টে দেশটিতে গ্যাসোলিন আমদানি ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) জাপানে জ্বালানি পণ্যটির আমদানিতে ৭৪ শতাংশ প্রবৃদ্ধি বজায় ছিল।
জাপানের মিনিস্ট্রি অব ইকোনমি, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির সরকারি তথ্যানুযায়ী, চলতি বছরের আগস্টে জাপানে সর্বমোট ৪ লাখ ২২ হাজার ৬৫৪ কিলোলিটার (প্রতিদিন গড়ে ৮৫ হাজার ৭৫৫ ব্যারেল) গ্যাসোলিন আমদানি হয়েছে, যা গতবছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বেশি।
আনন্দবাজার/ইউএসএস