করোনা, অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার জের ধরে মেহেরপুর হাট-বাজারে বেড়েছে শাকসবজির দাম। আবার পাইকারি ও খুচরা সবজির বাজারে দামের তফাৎ রয়েছে অনেক।মেহেরপুরে সবজি পাইকারি থেকে খুচরা মূল্য কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বাড়তি।
চাষি, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, অতিবৃষ্টির কারণে ক্ষেতে সবজি নষ্ট হয়েছে। সবজি উৎপাদনেও বিঘ্ন ঘটছে। ফলে বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ বা জোগান কম। এ জন্য দাম বেশি।
মেহেরপুরে অতিবৃষ্টিতে সবজি উৎপাদনে ধস নামায় বাজারে চাহিদার জোগান দিতে পারছেন না চাষিরা। ফলে দাম বেড়েই চলেছে। গত কয়েক বছরে এই পরিমাণে সবজির দাম বাড়েনি। জেলার বিভিন্ন গ্রাম থেকে চাষিরা সবজি উৎপাদন করে বিক্রি করেন মেহেরপুরের আড়তপট্টিতে। সেই আড়ত থেকে খুচরা ব্যবসায়ীরা নিয়ে কাঁচামাল নিয়ে বিক্রি করেন মাত্র কয়েক গজ দূরত্বের কাঁচাবাজারে। আর এতেই সবজির দাম প্রতি কেজিতে বেড়ে যায় ১০ থেকে ২০ টাকা।
শুকচাঁদ সবজি ভাণ্ডারের মালিক শফিকুল ইসলাম জানান, অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ায় কৃষকরা এখন কম কাঁচামাল বাজারে আনছেন। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে জোগানের তুলনায় চাহিদা বেশি থাকায় প্রতিটি সবজির দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। শীতের সবজি বাজারে না আসা পর্যন্ত এ দাম কমার সম্ভাবনা নেই।
আনন্দবাজার/ইউএসএস