ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতায় ঊর্ধ্বমুখী সোনার দাম

ভারতের কলকাতায় আবারও বাড়তে শুরু করেছে সোনা ও রুপার দাম। গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার কলকাতায় বাজার বন্ধ ছিল। কিন্তু শনিবার বাজার খোলার পরে এই দুই মূল্যবান ধাতুর দাম আবার বাড়তে শুরু করে। গত বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার আগ পর্যন্ত কলকাতায় ১০ গ্রাম হলমার্ক গয়নার সোনার দাম বেড়েছে ১৮০ টাকা।

আগস্টের পর বিশ্ব বাজারে সোনার দাম এ দিন একটা সময় ট্রয় আউন্স প্রতি (১ ট্রয় আউন্স = ৩১.১০৩৫ গ্রাম) ১৯১২ ডলারে পৌঁছে গিয়েছিল। পরে অবশ্য ওই দাম কিছুটা কমে আসে।

আজ (৩ অক্টোবর) শনিবার সকালে বাজার খোলার পরে কলকাতায় সোনা এবং রুপোর দাম বাড়তে থাকে। কলকাতা ও তার পার্শবর্তী এলাকার প্রতিদিনের সোনা-রুপার বাজার দর কী হবে তা মূলত স্থির করে ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মারচেন্টস্ অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

তাদের দেওয়া তথ্য অনুসারে শনিবার কলকাতার বাজার বন্ধ হওয়ার সময় সোনা এবং রুপার দর ছিল – খাঁটি সোনা প্রতি ১০ গ্রাম (২৪ ক্যারেট) ৫১,১৯০ টাকা, গিনি সোনা প্রতি ১০ গ্রাম (২২ ক্যারেট) ৪৮,৫৭০ টাকা, হলমার্ক গয়নার সোনা প্রতি ১০ গ্রাম (২২ ক্যারেট) ৪৯,৩০০ টাকা, রুপার বার (প্রতি কিলোগ্রাম) ৬০,৪০০ টাকা।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন