মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্তের খবরে ধস নেমেছে মার্কিন শেয়ারবাজারে। তার অসুস্থতার কারণে নির্বাচনী প্রচারণা ঝুঁকিতে পড়ায় আগামীতে তিনি আবার নির্বাচিত হবেন কি না সেটি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। রয়েছে ট্রাম্পের কর ফাঁকির ঘটনাও।
শুক্রবার মার্কিন শেয়ারবাজার পর্যবেক্ষণ করলে এ চিত্র দেখা যায়। মার্কিন অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত দেশগুলোর শেয়ারবাজারেও এর প্রভাব দেখা গেছে।
মার্কিন শেয়ারবাজারে তিনটি বড় সূচকের ভবিষ্যৎ নিয়ে একটি পর্যবেক্ষণ প্রকাশ করেছে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি। সেখানে দ্যা ডাউজোন্স, এস এন্ড পি-৫০০ এবং নাসডাক-এর দর এক শতাংশ কমেছে। এটি আরো বড় দরপতনের দিকে অগ্রসর হচ্ছে বলে উল্লেখ করে আনাদোলু।
পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, ফের লেনদেন শুরু হলেই ৫০০ পয়েন্ট হারাবে ডওজন্স, প্রযুক্তিনির্ভর নাসডাক হারাবে ২ শতাংশ আর এসঅ্যান্ডপি-৫০০ সূচক কমবে ১.৭ শতাংশ।
আইজি গ্রুপের জ্যেষ্ঠ বাজার পলিসি নির্ধারক জিঙ্গি প্যান মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগ দিয়ে ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়া ও নির্বাচনী কার্যক্রমে তার স্বশরীরে অনুপস্থিতি মার্কিন নির্বাচনকে আরও জটিল করে তুলবে, যার প্রভাব পড়বে দেশটির পুঁজিবাজারে।
আনন্দবাজার/ইউএসএস