ঢাকা | শুক্রবার
১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘৯ শতাংশ কর জিডিপিতে উন্নত রাষ্ট্র করা সম্ভব নয়’

“আট থেকে নয় শতাংশ কর জিডিপি রেশিও দিয়ে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়া যাবে না। বর্তমান কর ব্যবস্থার ফান্ডামেন্ট গুলো পরিবর্তন করতে হবে। বর্তমানে এনবিআরের অনেক সংস্কার করতে হবে। না হলে এনবিআরের এই জনবল এবং আইন দিয়ে ২০২৪ সালে উন্নয়নশীল এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিবর্তন হওয়া সম্ভব না। কারণ বর্তমান কর ব্যবস্থায় ৮ থেকে ৯ শতাংশ জিডিপি রেশিওতে অবদান রাখছে।”

আজ (০৩ অক্টোবর) শনিবার ‘সহজ কর ব্যবস্থা: সংস্কার এবং অগ্রাধিকার’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে এই মন্তব্য করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।

অনুষ্ঠানে রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, দেশের ট্যাক্স সিস্টেমে পরিবর্তন আনতে হবে। এখানে করদাতাদের উপরে কর বারবার চাপিয়ে দেওয়া হচ্ছে।

‘বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ভালো ভালো করপোরেট কোম্পানিগুলোর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা থেকে বেরিয়ে আসতে হবে।’

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন