‘জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের মেয়াদ ৫ বছর করা প্রয়োজন। কারণ, এসব প্রতিষ্ঠানে যারা আসেন তাদের ২-৩ বছর মেয়াদ দিয়ে চলে না। বিভিন্ন ধরনের কাজ থাকে, সেগুলো বুঝতে হয়। তারপর পরিকল্পনা নিয়ে কাজ করতে হয়।’
আজ (০৩ অক্টোবর) শনিবার ‘সহজ কর ব্যবস্থা: সংস্কার এবং অগ্রাধিকার’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান সালমান এফ রহমান এ আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ পাঁচ বছর করা প্রয়োজন। করের হার কমিয়ে করের আওতা বাড়ানোর আহ্বানও জানান সালমান এফ রহমান। তিনি বলেন, এনবিআরের কর্মকর্তা এবং করদাতাদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। আমাদের সবাইকে কর দিতে হবে।
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ইউনিফর্ম ভ্যাট পলিসি থাকতে হবে। বড় ব্যবসায়ীদের কর দিতে হবে এই মানষিকতার পরিবর্তন করতে হবে। ছোট এবং মধ্যমানের ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট আদায়ের উদ্যোগ নিতে হবে।
আনন্দবাজার/ইউএসএস