ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের হয়ে পাকিস্তানি সেনাকে নিশানা করছেন নওয়াজ : ইমরান খান

বর্তমানে পাকিস্তানের জাতীয় রাজনীতি সরগরম ইমরান খান বনাম নওয়াজ শরিফের লড়াইয়ে। এই দুই নেতার অভিযোগ ও পাল্টা অভিযোগে পরিষ্কার হয়ে গিয়েছে দেশটির সেনাবাহিনীর হস্তক্ষেপের বিষয়টিও। এবার নওয়াজ শরিফ ভারতের হয়ে পাকিস্তানী সেনাবাহিনীর উপর হামলা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ইমরান খান।

বেশ কয়েকদিন আগে লন্ডন থেকে ভার্চুয়াল বৈঠকে ইমরান খানের বিরুদ্ধে তোপ দেগেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি বলেছিলেন, ইমরানের বিরুদ্ধে নয়, তাকে যারা প্রধানমন্ত্রীর পদে বসিয়েছে, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে।

পাকিস্তানি সেনার স্নেহধন্য হয়েই দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন ইমরান খান। ফলে নওয়াজ শরিফ যে পরোক্ষে রাওয়ালপিণ্ডিকেই নিশানা করেছিলেন তা স্পষ্ট। এছাড়াও ইমরান খানের আমলে দেশের আর্থিক পরিস্থিতির বেহাল দশা এবং প্রশাসনিক কাজে সেনাবাহিনীর নাক গলানো প্রসঙ্গও তুলেছিলেন নওয়াজ।

ইমরান খান বলেন, রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতে ভয়ংকর খেলা খেলছেন নওয়াজ শরিফ। তিনি ভারতের ইশারায় পাক সেনাবাহিনীর বিরুদ্ধে মন্তব্য করছেন। আলতাফ হুসেনও একই খেলা খেলেছিলেন। আমি ১০০ শতাংশ নিশ্চিত নওয়াজকে মদত দিচ্ছে ভারত।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন