ঢাকা | বৃহস্পতিবার
১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

‘আমাদের ভূখণ্ড থেকে দ্রুত সরে যান’

সিরিয়া থেকে দ্রুত সরে যেতে আমেরিকাকে আবারও আহবান জানিয়েছেন সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ। সিরিয়ার আল-ওয়াতান পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে ফয়সাল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় অবৈধভাবে ঢুকে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহযোগিতায় সব ধরণের অপকর্ম চালিয়ে যাচ্ছে। তবে সিরিয়ার সরকার ও জনগণ মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করে চূড়ান্ত বিজয় অর্জন করবে।

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো কাজ করছে না বরং তাদের মিশন হচ্ছে ইসরাইল, সন্ত্রাসী ও উগ্রবাদীদের টিকিয়ে রাখা। মার্কিন সরকার সিরিয়ার জনগণের ক্ষতি করতে নানা ধরণের নিষেধাজ্ঞা আরোপ করছে।

মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার সরকারের অনুমোদন ছাড়াই বর্তমানে সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন রেখেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সন্ত্রাসীদেরকে সরাসরি সহযোগিতা দেয়ার পাশাপাশি সিরিয়া থেকে তেল চুরি অব্যাহত রেখেছে দেশটি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন