শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহ ব্যাবধানে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহব্যাপি কোম্পানিটি ১৭৯ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এ তথ্য জানা গেছে ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা থেকে।

সপ্তাহব্যাপি কোম্পানিটি ১৫২ লাখ ২৭ হাজার ৫৬৬টি শেয়ার লেনদেন করেছে।

অপরদিকে তালিকার দ্বিতীয় স্থানে আছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৬ কোটি ৫৩ লাখ ১ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ১৬৩ কোটি ৬৪ লাখ টাকা।

আর ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার টি শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে আছে। যার বাজার দর ১২৫ কোটি ৬৫ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট টেক্সটাইল, ব্রাক ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও লংকাবাংলা ফিন্যান্স কোম্পানি লিমিটেড।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

সংবাদটি শেয়ার করুন