ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সুশান্ত মামলায় নতুন মোড়

নতুন দিকে মোড় নিতে যাচ্ছে সুশান্ত মামলা। বিজেপির এক নেতার বিস্ফোরক মন্তব্যে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মুম্বাইয়ের বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্ত দাবি করেছেন, ১৩ জুন রাতে সুশান্তের সাথে দেখা করেছিলেন রিয়া চক্রবর্তী। প্রয়োজনে তিনি এই মামলায়  সিবিআইকে সাহায্য করতে চান।

প্রসঙ্গত, গত ১৪ জুন মৃত্যু হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। রিয়া বলছেন ৮ জুনের পর সুশান্তের সাথে তার দেখা হয়নি।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তের দাবি করেন, ১৩ জুন রাতে রিয়াকে বাড়িতে দিয়ে আসেন সুশান্ত। যে প্রত্যক্ষদর্শী রিয়া-সুশান্তকে একসাথে দেখেছেন, তিনি একথা জানিয়েছেন।

বিবেকানন্দ গুপ্তের কথায়, ১৩ জুন একজন রাজনীতবিদের জন্মদিনের পার্টি ছিল। তবে এ ব্যাপারে আরও এক রাজনীতিবিদ টুইটও করেছিলেন, কীভাবে লকডাউনে পার্টি চলতে পারে। এর অর্থ ওই মন্ত্রী জানেন যে সেখানে পার্টি ছিল ও কারা সেখানে উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী আমায় জানিয়েছেন, ১৩ জুন রাত ২-৩ টার দিকে সুশান্ত রিয়াকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে গিয়েছিলেন। আর রিয়া দাবি করে যাচ্ছেন ৮ জুনের পর থেকে সুশান্তে সাথে তার যোগাযোগ নেই, ১৪ জুন সুশান্তকে মেরে ঝুলিয়ে দেয়া হয়। যে তদন্তকারী সংস্থা এই মামলার তদন্ত করছে, তাদের এ ব্যাপারটি খেয়াল রাখা দরকার।

বিজেপি নেতা আরও বলেন,“সিবিআই যদি আমায় ফোন করে, তাহলে আমি প্রত্যক্ষদর্শীর পরিচয় তাদেরকে দেব। কিন্তু মুম্বাই পুলিশকে কোনও কিছু বলতে চাই না।” সূত্র: জিনিউজ

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন