ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ছেড়ে দেয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে

ভারতের উত্তরপ্রদেশের হাথরাসে আটক দেশটির বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে পুলিশ। আজ  বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের ছেড়ে দিয়েছে রাজ্য পুলিশ। 

এর আগে আজ দুপুরের দিকে সরকারি বিধিমালা লঙ্ঘন করে জনসমাবেশ করার দায়ে তাদের আটক করে উত্তরপ্রদেশ পুলিশ।

পূর্ব ঘোষণা অনুযায়ী উত্তরপ্রদেশের হাথরাসে ধর্ষণে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে পুলিশ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ স্থানীয় নেতা-কর্মীদের আটক করে।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণে শিকার এক তরুণী গত মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরপরে উত্তরপ্রদেশ পুলিশ পরিবারের সদস্যদের বিনাউপস্থিতিতে রাতের আঁধারে ওই তরুণীর মরদেহ পুড়িয়ে দেয়। আর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন