দেশের বড় পুঁজিবাজারে ব্যাংক বহির্ভূত আর্থিক খাতে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ, ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ২০ পয়সা করে পাবেন।
আজ (১ অক্টোবর) বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ অর্থবছরের জন্য এই লভ্যাংশ দেওয়া হবে। ডিএসইর তথ্যে দেখা যায়, এর আগে ২০১৪ সালে শেষবার লভ্যাংশ দিয়েছিল এ কোম্পানি।
আগামী ২৬ নভেম্বর সাধারণ সভায় এবারের লভ্যাংশের অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ২২ অক্টোবর।
প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে ১২ টাকা ৩০ পয়সায় লেনদেন হচ্ছিল। লভ্যাংশের খবরে শেয়ারের দাম বেড়েছে। আগের দিন শেয়ারটি ১১ টাকা ৯০ পয়সায় লেনদেন হচ্ছিল।
২০১৬ ও ২০১৭ অর্থবছরে প্রাইম ফাইন্যান্স যথাক্রমে ৯৪ কোটি টাকা এবং ৪৫ কোটি ৯০ লাখ টাকা লোকসান দেখায়। ২০১৮ অর্থবছরে মুনাফা হয় ৬ কোটি টাকা, তবে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।
আনন্দবাজার/ইউএসএস