ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শহরের মতো গ্রামেও চড়া সবজি ও মাছের দাম

রাজধানীর বড় বাজারগুলোর মতোই গ্রাম অঞ্চলের বাজারগুলোতেও সবজি ও মাছের দাম রাজধানীর বাজারের মতোই বেশি। স্থানীয় ক্রেতাদের ভরসা বালু নদীর তীরের ইছাপুরা বাজার। বিক্রেতারা বলছেন, বন্যায় সবজির ক্ষেত নষ্ট হওয়ায় বেশিরভাগ সবজি কিনতে হয় ঢাকার পাইকারি বাজার থেকে। তাই দামও তুলনামূলক একটু বেশি। 

এ বাজারের বেশিরভাগ সবজি আসে ঢাকার পাইকারি বাজার থেকে। তাই রাজধানীর তুলনায় দামের তেমন পার্থক্য নেই। তবে বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজি বাজারে এলে দাম কমবে। এ বাজারের বেশিরভাগ মাছই আসে আশপাশের এলাকা থেকে। তাই চাহিদাটাও একটু বেশি।

প্রতিদিনের দৈনন্দিন কেনাকাটা করলেও দিনভর এই বাজারটি জমজমাট থাকে সোম ও শুক্রবারের হাট কেন্দ্র করে।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন