ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৫৩ মন্দ কোম্পানি চিহ্নিত করেছে বিএসইসি

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের বড় দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ৫৩টি মন্দ কোম্পানি চিহ্নিত করেছে ।

এই ৫৩ কোম্পানির মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ১৮টি কোম্পানি। একটু ভালো অবস্থানে রয়েছে ২২টি কোম্পানি। এছাড়াও খারাপের দিক থেকে ভালোর অবস্থানে রয়েছে ১৩টি কোম্পানি।

চিহ্নিত কোম্পানিগুলোর বেশির ভাগই কোনো কারখানা নেই, কারখানা থাকলেও উৎপাদন নেই। আবার কোনটি উৎপাদনে থাকলেও ম্যানেজমেন্ট জটিলতায় নেতিবাচক ধারায় রয়েছে কোম্পানিগুলো। দ্রুত এই কোম্পানিগুলোকে ভালো অবস্থায় ফিরে আনার পাশাপাশি পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ।

তিনি বলেন, বিএসইসির চায় একটি শক্তিশালী পুঁজিবাজার। ফলে বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো ভালো করুক এই প্রত্যাশা আমাদের। যদি কোম্পানিগুলোর পারফমেন্স ভালো না হয়, তবে তারা বিনিয়োগকারীদের অর্থ ফিরে দিয়ে কোম্পানিগুলো বন্ধ করে দিক। তাতে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। আমরা বিনিয়োগকারীদের নিরাপত্তা দেবো।

এই কোম্পানিগুলোর সাথে আলাদা আলাদা বসে কথা বলছে বিএসইসি। একই সাথে কোম্পানিগুলোর মধ্যে সুশাসন প্রতিষ্ঠা ও আগামীর ব্যবসায়িক পরিকল্পনা নিচ্ছে কমিশন। পরিকল্পনা অনুযায়ী কাজ করার নির্দেশনাও দেওয়া হচ্ছে। এছাড়াও রেড জোনে ১৮ কোম্পানি রয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন