ভুল আসামি হয়ে বিনা অপরাধে কারাভোগ খাটা পাটকল শ্রমিক জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে ব্র্যাক ব্যাংককে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এক মাসের ভিতরে ব্র্যাক ব্যাংককে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) এই নির্দেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাসার সাংবাদিকদের এসব তথ্য জানান।
‘ভুল আসামি’ হয়ে দুদকের ২৬ মামলায় তিন বছর কারাগারে থাকার পর হাইকোর্টের নির্দেশে গত বছরের ৩রা ফেব্রুয়ারি ছাড়া পান জাহালম।
আবু সালেক নামে একজনের বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ২৬টি মামলা আছে। সেই মামলায় আবু সালেকের বদলে কারাভোগ করতে বাধ্য হন জাহালম।
এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর হাইকোর্ট তাকে মুক্ত করার নির্দেশ দেন।
দুদকের ভুল মামলায় বিনা দোষে আসামি হয়ে ২৬ মামলায় প্রায় তিন বছর কারাভোগ করা জাহালম মুক্তির পর হাইকোর্টে ক্ষতিপূরণ চেয়ে রিট করেন।
২০১৯ সালের জানুয়ারিতে একটি জাতীয় দৈনিকে ‘স্যার, আমি জাহালম, সালেক না…’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত। এ ব্যাপারে হাইকোর্ট দুদক ও মামলার বাদীসহ চারজনকে তলব করেন। ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট জাহালমকে মুক্তির আদেশ দেন। পাশপাশি জাহালমের ব্যাপারে দুদকের কাছে ব্যাখ্যা চায় হাইকোর্ট। দুদক জাহালমের ব্যাপারে প্রতিবেদন পেশ করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে।
দুদকের প্রতিবেদনের পর ব্যাংক ঋণ জালিয়াতির ৩৩ মামলার এফআইআর, চার্জশিট, সম্পূরক চার্জশিট ও ব্যাংকের এ সংক্রান্ত সব নথিপত্র পেশ করতে বলা হয়। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে, আবু সালেকের বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলা রয়েছে। তবে আবু সালেকের বদলে জেল খেটেছেন জাহালম। এসব মামলায় আদালতে হাজিরাও দিতে হচ্ছে পাটকল শ্রমিক জাহালমকে।
আনন্দবাজার/এফআইবি