ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমদ

কুয়েতে নতুন আমির হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ। আমির শেখ সাবাহ আল আহমদের মৃত্যুর পর আজ বুধবার শেখ নাওয়াফ কুয়েতের আমির হিসেবে শপথ নিবেন।

গতকাল (মঙ্গলবার) শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর। কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালিদ আল-হামাদ আল-সাবাহ সভাপতিত্বে ওই দিন রাতেই দেশটির মন্ত্রিসভায় নতুন আমিরের নাম ঘোষণা করা হয়।

এরই মধ্যে দিয়ে দেশটির রাজবংশের ১০ম শাসক হিসাবে শেখ নাওয়াফের নাম ঘোষণা করা হয়।  তিনি ১৯৩৭ সালের ২৫ জুন জন্মগ্রহণ করেন। আল-সাবাহ অসুস্থ হয়ে পড়লে ৮৩ বছর বয়সী শেখ নাওয়াফকে গত ১৮ জুলাই কিছু সাংবিধানিক ভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। শেখ সাবাহ আমির নিযুক্ত হওয়ার পর ২০০৬ সালে তাকে ক্রাউন্স প্রিন্স করা হয়।

এদিকে কুয়েতের আমিরের মৃত্যুতে দেশটির সরকার মঙ্গলবার থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়াও তিন দিনের জন্য সব অফিস-আদালত কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন