দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশ্বের জনসংখ্যা। একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে চাহিদা। বিপুল এ জনগোষ্ঠীর ক্রমবর্ধমান খাদ্য, ওষুধ ও জ্বালানির চাহিদা মেটাতে বড় অবদান উদ্ভিদ প্রজাতি। কিন্তু বিভিন্ন দুর্যোগ, অব্যবস্থাপনা আর অপরিকল্পিত ব্যবহারের কারণে আজ বিলুপ্তির ঝুঁকিতে বিশ্বের প্রায় ৪০ শতাংশ গাছপালা। সম্প্রতি যুক্তরাজ্যের রয়্যাল বোটানিক গার্ডেনস, কেউয়ের এক গবেষণার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেউয়ের ডিরেক্টর অব সায়েন্স প্রফেসর আলেক্সান্দ্রে আন্তোনেলি বলেছেন, এটা অত্যান্ত উদ্বেগজনক দৃশ্য। এখন আমরা সময়ের সঙ্গে প্রতিযোগিতায় হেরে যাচ্ছি। কারণ, অনেক প্রজাতি খুঁজে নাম দেয়ার আগেই বিলুপ্তি হয়ে যাচ্ছে।
তিনি বলেন, অনেক উদ্ভিদ প্রজাতিই চিকিৎসার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং সমস্যাগুলো, এমনকি আজকাল আমরা যে সকল মহামারি দেখছি সেগুলোরও সমাধান করতে পারে।
গবেষকরা জানিয়েছেন, বর্তমানে উদ্ভিদ বিলুপ্তির হার পূর্বের চেয়েও দ্রুতগতিতে এগোচ্ছে। ২০১৬ সালে ২১ শতাংশ উদ্ভিদ বিলুপ্তির হুমকিতে ছিল এখন তা ৩৯ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ প্রায় ১ লাখ ৪০ হাজার প্রজাতি বিলুপ্ত হওয়ার শঙ্কা রয়েছে।
সূত্র: বিবিসি
আনন্দবাজার/এম.কে