ঢাকা | মঙ্গলবার
১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরলেন মৌসুমী

দীর্ঘদিন পরে শুটিংয়ে ফিরলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মৌসুমী। করোনায় এতদিন ঘরবন্দী থেকেই সময় কাটিয়েছেন তিনি। এর মধ্যে চলচ্চিত্রের প্রস্তাব আসলেও করোনার কারণে যুক্ত হননি তাতে। চলচ্চিত্রে যুক্ত না হলেও নাটক দিয়ে ক্যামেরার সামনে ফিরলেন গুণী এই অভিনেত্রী।

সম্প্রতি ‘ভক্ত’ নামের নাটকটির শুটিং শেষ হয়েছে কক্সবাজারে। নাটকের পরিচালক তারেক শিকদার বলেন, এর বেশিরভাগ কাজ হয়েছে কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলে। কিছু দৃশ্য থাকছে সৈকতের। তারকাদের জন্য ভক্তরা নানান কর্মকাণ্ড করে থাকেন। এমন একজন ভক্ত ও তারকার গল্প নিয়েই গড়ে উঠেছে নাটকটির গল্প।

এতে মৌসুমীর ভক্তের চরিত্রে দেখা যাবে কামাল খানকে। নাটকে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান। নাটকের বিষয়ে মৌসুমী জানান, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) এর কাজ শুরু হয়। এখানে তাকে একজন তারকার চরিত্রে দেখা যাবে। মির্জা রাকিবের রচনায় নাটকটি পরিচালনা করছেন তারেক শিকদার। একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে মৌসুমীর ‘ভক্ত’ নাটকটি শীঘ্রই প্রচারিত হবে।

করোনার আগে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘অর্জন ৭১’-এর কাজ করেছিলেন মৌসুমী। এর কিছু কাজ এখনও বাকি আছে।  মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত ছবিটিতে মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের অবদান তুলে ধরা হচ্ছে। এর অন্যতম চরিত্রে অভিনয় করছেন মৌসুমী এবং তার বিপরীতে আছেন শতাব্দী ওয়াদুদ।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন