মূল্য সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (৩০ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১০টা ৫৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৩৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৮৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১২৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৭৩ পয়েন্ট কমে ১ হাজার ৭০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। সিএসইতে টাকার অংকে ৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আনন্দবাজার/ইউএসএস