ঢাকা | শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চালের দাম নির্ধারণ করে দিল সরকার

কূটকৌশলীদের কারসাজিতে অস্থির হয়ে ওঠেছে চালের বাজার। পর্যাপ্ত চাল মজুদ থাকা সত্তেও দাম বাড়িয়ে দেয়ায় অভিযোগ ওঠেছে মিল মালিকদের বিরুদ্ধে। এ অবস্থায় মিল মালিকদের সঙ্গে বৈঠক করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার খাদ্য ভবনের সম্মেলন কক্ষে চালকল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে প্রতি ৫০ কেজি বস্তা মিনিকেট চালের দাম ২ হাজার ৬০০ টাকা, আটাশ চাল প্রতি ৫০ কেজি বস্তার দাম ২ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে দেন মন্ত্রী। এতে চাল ব্যবসায়ীরা আপত্তি জানালে ১৫ দিন আগে চাল যে দাম ছিল সেই দামে বিক্রির নির্দেশ দেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম ১৫ দিন আগে যা ছিল সে দামেই পুরো অক্টোবর বিক্রি করতে হবে। কোনোভাবেই চালের দাম বাড়ানো যাবে না। অন্যথায় সরকার চাল আমদানির অনুমতি দেবে বলে জানান তিনি।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন