ঢাকা | শুক্রবার
১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উন্নত স্বাস্থ্যসেবা দিবে মোবাইল অ্যাপ ‘ডাক্তারখানা’

প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনলাইনে উন্নত স্বাস্থ্যসেবা দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মোবাইল অ্যাপ ‘ডাক্তারখানা’। এই অ্যাপের মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে যে কেউ স্বল্প মূল্যে টেলিমেডিসিন সেবা নিতে পারবে। জেনারেল ফিজিশিয়ান বা ফ্যামিলি ফিজিশিয়ান ও বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাস্থ্য পরামর্শ পাওয়া যাবে।

এরসাথে সারাদেশে ডাক্তারখানার ৯৮টি শাখায় এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে যেকোনো সময় যেকোনো ধরনের স্বাস্থ্যসেবামূলক পরামর্শ পাওয়া যাবে।

আজ (২৯ সেপ্টেম্বর) মঙ্গলবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এই অ্যাপের উদ্বোধনের পর ‘ডাক্তারখানা’ অ্যাপটির প্রতিষ্ঠাতা ডা. রতীন্দ্র নাথ মণ্ডল এসব কথা বলেছেন।

সোসাইটি অব জেনারেল ফিজিশিয়ানস-এর কোষাধ্যক্ষ ডা. এ এস এম এহসানুল কবির বলেন, এই অ্যাপ ব্যবহার করে রোগীরা প্রথমে জেনারেল ফিজিশিয়ানকে দেখাতে পারবে। জেনারেল ফিজিশিয়ান রেফার করলে তবেই বিশেষজ্ঞ চিকিৎসকে দেখানো যাবে। এতে চিকিৎসা ব্যয় কম হবে এবং সুচিকিৎসাও নিশ্চিত হবে।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন