ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আরও ২ বছর নাগাদ ঘুরে দাড়াঁবে মালদ্বীপের অর্থনীতি

নভেল করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত অর্থনীতির ধাক্কা সামলে উঠতে পারবে বলে আশা করছে মালদ্বীপ সরকার । তবে ২০২২ সাল নাগাদ ঘুরে দাঁড়াতে পারবে বলে আশাবাদ জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ইব্রাহিম আমীর। অর্থমন্ত্রীর এ আশাবাদের কথা স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়।

মালদ্বীপের অর্থমন্ত্রী ইব্রাহিম আমীর বলেছেন, কভিড-১৯ সারা বিশ্বের মতো তার দেশের অর্থনীতির ওপরও ভয়াবহ আঘাত হেনেছে। বিশেষ করে পর্যটন খাতের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ায় মারাত্মকভাবে ক্ষতি হয়েছে দেশের অর্থনীতি।

২০১৯ সালে মালদ্বীপে ১৬ লাখ পর্যটকের সমাগম হয়েছিল। আর সমপরিমাণ পর্যটক ২০২২ সালের আগে ফিরে আসবে না বলেও জানান তিনি। সরকার মহামারির আগে আশা করেছিল চলতি বছর দেশটিতে পর্যটকের সমাগম হবে ২০ লাখ। কিন্তু কভিড-১৯ পুরো পরিস্থিতি পাল্টে দেয়।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন