অস্ট্রেলিয়ার ড্রিমওয়ার্ল্ড থিম পার্কে জনপ্রিয় ওয়াটার রাইডের দুর্ঘটনায় দুই নারী ও দুই পুরুষ আরোহী মারা গিয়েছিলেন। ২০১৬ সালের এ ঘটনায় ড্রিমওয়ার্ল্ড থিম পার্ককে ৩৬ লাখ অস্ট্রেলিয়ান ডলার বা ২৫ লাখ ডলার জরিমানা করেছে অস্ট্রেলিয়া।
কুইন্সল্যান্ডের একটি আদালত বলছেন, তারা অনুসন্ধানে দেখেছেন যে ড্রিমওয়ার্ল্ড থিম পার্কটি রাজ্যের কর্মস্থলে স্বাস্থ্য ও নিরাপত্তা আইন লঙ্ঘন করেছে।
অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ এক্সচেঞ্জের কাছে পাঠানো এক বিবৃতিতে দুর্ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে থিম পার্কটির মালিক প্রতিষ্ঠান আর্ডেন্ট লেইজার। কোম্পানিটি গত জুলাইয়ে নিরাপত্তা বিধি লঙ্ঘনেরও দায় স্বীকার করেছে। ক্ষতিগ্রস্ত বেশির ভাগ পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে বলে জানিয়েছে আর্ডেন্ট।
আনন্দবাজার/ইউএসএস