ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘুরে দাঁড়াচ্ছে চীনের পর্যটন শিল্প

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল চীনের উহান থেকে। তবে বর্তমানে অন্যান্য দেশের তুলনায় চীনে ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও সংক্রমণ প্রতিরোধে গৃহীত পদক্ষেপ তুলে নেয়নি দেশটির সরকার।

আর এ অবস্থার মধ্যেই চীনের পর্যটন শিল্প মহামারির ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এর আগের প্রান্তিকের তুলনায় চীনের এ-লেভেলের পর্যটনকেন্দ্রগুলোয় পর্যটকদের আগমন ১৫৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তা শান গাংশিন গণমাধ্যমকে বলেন, দ্বিতীয় প্রান্তিকে পর্যটকের সংখ্যায় দারুণ উল্লম্ফন হওয়ায় খাতটিতে আয় ১৩১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শান বলেন, পরবর্তী সময়ে পর্যটন শিল্পের আরও বিকাশে আমরা একাধিক কার্যকর পদক্ষেপ নেব। পর্যটন শিল্প যাতে ফের আগের অবস্থায় ফিরে যায়, সেজন্য সম্ভাব্য সব উদ্যোগ গ্রহণ করা হবে।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন