ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতারকুলে সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

রাজধানীর বাড্ডায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর ৫০তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উত্তর বাড্ডার সাতারকুল বাজারে এটি উদ্বোধন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী সাতারকুল বাজার উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যাংকের প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এটি উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী উল্লেখ করেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড শরিয়াহভিত্তিক পরিচালিত দেশের অন্যতম একটি ব্যাংক।

তিনি বলেন, এই ব্যাংক দেশের সর্বস্তরের জনগোষ্ঠীকে শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, এটিএম বুথ, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ ইত্যাদির মাধ্যমে ব্যাকিং সেবা প্রদান করছে। এরই ধারাবাহিকতায় সাতারকুল বাজারে ৫০তম উপশাখাটি খোলা হলো। তিনি আশা করেন, গ্রাহকবৃন্দ আধুনিক প্রযুক্তি নির্ভর সকল ব্যাংকিং সেবা এই উপশাখার মাধ্যমেই নিতে পারবেন।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন