চীনের হুবেইয়ের প্রদেশে একটি রাসায়নিক প্ল্যান্ট বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছে। এছাড়া আরও একজন আহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিজিটিএন এই তথ্য নিশ্চিত করেছে।
সিজিটিএনের তথ্য মতে, সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সোয়া দুইটার দিকে হুবেইয়ের রাজধানী উহানের তিয়ানমেনের ইউয়েকো শিল্প পার্কের ভেতরের একটি প্ল্যান্টে এই ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর তল্লাশি ও উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশ কারা একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরিত প্ল্যান্ট থেকে হলুদ ধোঁয়া বের হচ্ছে এবং উদ্ধারকর্মীরা ওই ভবন থেকে স্ট্রেচারে করে এক আহত ব্যক্তিকে নিয়ে যাচ্ছেন।
বেইজিং নিউজকে এক প্রত্যক্ষদর্শী বলেন, ধারণা করা হচ্ছে নাইট্রিক অ্যাসিড লিক হওয়ার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে।
আনন্দবাজার/এম.কে