২০২৩ সালে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন বাড়াবে রাশিয়া। অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন হ্রাস চুক্তির শর্ত মেনে এখন পর্যন্ত তেল উত্তোলন বাড়াচ্ছে না দেশটি। ২০২২ সালে চুক্তির মেয়াদ শেষ হলে ২০২৩ থেকে তারা উত্তোলন বাড়াবে বলে রুশ অর্থ মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নিজস্ব কূপগুলো থেকে চলতি বছর সব মিলিয়ে ৫০ কোটি ৭৪ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হতে পারে। তবে আগামী তিন বছরে পর্যায়ক্রমে জ্বালানি পণ্যটির উত্তোলন বাড়াবে রাশিয়া। এতে ২০২৩ সালে গিয়ে রাশিয়ার নিজস্ব কূপগুলো থেকে মোট ৫৬ কোটি টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনের সম্ভাবনা রয়েছে। দৈনিক হিসাবে এর পরিমাণ ১ কোটি ১২ লাখ ব্যারেলে দাঁড়াতে পারে। অর্থাৎ তিন বছরের ব্যবধানে রাশিয়ায় জ্বালানি তেল উত্তোলন বাড়তে পারে ৫ কোটি ২৬ লাখ টন।
ওপেকের চুক্তির আওতায় বেঁধে দেয়া কোটায় বর্তমানে রাশিয়া অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন সীমিত রেখেছে। চুক্তির বিষয়ে রুশ জ্বালানি প্রতিষ্ঠানগুলোর আপত্তি থাকা সত্বেও আন্তর্জাতিক বাজারে পণ্যটির কাঙ্ক্ষিত মূল্যবৃদ্ধিতে অবদান রাখতে ওপেকের সদস্য না হয়েও চুক্তির শর্ত মেনে নেয় রুশ সরকার। ওপেকের আওতায় অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন হ্রাসসংক্রান্ত এ চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২ সালের এপ্রিলে। মূলত এর পর পরই জ্বালানি পণ্যটির উত্তোলন বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে রুশ সরকার।
এদিকে চলতি বছর রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে ২২ কোটি ৫০ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। আগের বছরের তুলনায় যা ৪ কোটি ৪২ লাখ টন কম। ২০২৩ সাল পর্যন্ত সব মিলিয়ে ২৬ কোটি ৬২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল রফতানির সম্ভাবনা রয়েছে রাশিয়ার।
আনন্দবাজার/ডব্লিউ এস