ইসরায়েলে মহামারী নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে আরব নাগরিক এবং আল্ট্রা-অর্থোডক্স ইহুদিরা দায়ি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিচারমন্ত্রী আভি নিসেনকর্ন।
নিসেনকর্ন বলেন, দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের জন্য তেলআবিবে অনুষ্ঠিত হওয়া সাম্প্রতিক বিক্ষোভ দায়ী নয়। এই ভাইরাস হারেদি এবং আরব বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে। আর এখন এটি পুরো দেশে ছড়িয়ে পড়ছে।
তিনি আরও বলেন, আমি বলছি না যে হারেদি এবং আরব সোসাইটিতে এই মহামারি শুরু হয়েছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেখানে মহামারী আকার ধারণ করেছে।
নিসেনকর্ন বলেন, আমি ইসরায়েলের প্রতিটি মানুষ এবং প্রত্যেক সম্প্রদায়কে সম্মান করি।
সম্প্রতি ইসরায়েলে ব্যাপক হারে করোনার সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় দেশটিতে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে।
এখন পর্যন্ত ইসরায়েলে করোনায় ১ হাজার ৫০৭ জনের মৃত্যু হয়েছে। এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ।
আনন্দবাজার/টি এস পি