শিল্পঋণ বিতরণ ও আদায়ে পড়েছে করোনা মহামারির প্রভাব। গত এপ্রিল থেকে জুন করোনাকালীন এই তিন মাসে শিল্পঋণ বিতরণ কমেছে প্রায় ৩৫ শতাংশ। এর মধ্যে শুধু মেয়াদি শিল্পঋণ বিতরণই কমেছে ৪৫ শতাংশ। এছাড়া সবচেয়ে বেশি কমেছে শিল্পের মেয়াদি ক্ষুদ্রঋণ বিতরণ যার পরিমাণ রেকর্ড ৭১ শতাংশ।
একই সময়ে প্রায় ৩০ শতাংশ কমেছে শিল্পঋণ আদায়ের পরিমাণ। এ সময়ে প্রায় ৫৭ শতাংশ কমেছে মেয়াদি শিল্পঋণ আদায়। এর মধ্যে বড় শিল্পের মেয়াদি ঋণ আদায় কমেছে প্রায় ৬০ শতাংশ। তবে এ সময়ে প্রায় ২০ শতাংশ কমেছে শিল্প খাতে খেলাপি ঋণের পরিমাণ। করোনার কারণে ঋণের কিস্তি পরিশোধে ছাড় দেওয়ার কারণে মূলত কমেছে খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে।
সংশ্লিষ্টরা জানান, করোনার প্রাদুর্ভাব রোধে ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিনের সাধারণ ছুটিতে দেশের শিল্প খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ জীবন রক্ষার তাগিদে ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্প-কারখানা বন্ধ রাখতে হয়েছে। ফলে উদ্যোক্তারা নতুন বিনিয়োগের কথা চিন্তাও করতে পারেননি। এতে শিল্পঋণ বিতরণ ও আদায় অস্বাভাবিক হারে কমে যায়।
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম বলেন, মহামারি করোনার কারণেই শিল্প খাতে ব্যাংকের ঋণ বিতরণ ও আদায় কমে গেছে। তবে এখন করোনা ভীতি কমেছে। ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা প্রণোদনা প্যাকেজের ঋণের পাশাপাশি নতুন ঋণের চাহিদা করছেন।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে শিল্পঋণ বিতরণ হয়েছে ৭৪ হাজার ২৫৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল এক লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। সে হিসাবে গত তিন মাসে শিল্পঋণ বিতরণ কমেছে ৪০ হাজার ৪২৪ কোটি টাকা বা ৩৫.২৫ শতাংশ। শিল্পের মেয়াদি ঋণ বিতরণ ৪৫.৪৩ শতাংশ ও চলতি মূলধন ঋণ ৩২.৮০ শতাংশ কমেছে। মেয়াদি শিল্পঋণের মধ্যে বড় শিল্পের ঋণ বিতরণ ৪৩.২০ শতাংশ, মাঝারি শিল্পে ৩৭.৮২ শতাংশ ও ক্ষুদ্র শিল্পে রেকর্ড ৭১.২১ শতাংশ কমেছে। এছাড়া বড় শিল্পে চলতি মূলধন ঋণ ৩৩.৪৪ শতাংশ, মাঝারি শিল্পে ২৪.৫৬ শতাংশ ও ক্ষুদ্র শিল্পে ৩৬.৪৩ শতাংশ কমেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসে শিল্পঋণ আদায় হয়েছে ৬৪ হাজার ১৩৫ কোটি টাকা। ২০১৯ সালের একই সময়ে যা ৯১ হাজার ৯১৩ কোটি টাকা ছিল। সে হিসাবে গত তিন মাসে শিল্পঋণ আদায় ২৭ হাজার ৭৭৪ কোটি টাকা বা ৩০.২২ শতাংশ কমেছে। এ সময়ে শিল্পের মেয়াদি ঋণ আদায় ৫৬.৮৮ শতাংশ ও চলতি মূলধন ঋণ আদায় ২১ শতাংশ কমেছে। মেয়াদি শিল্পঋণের মধ্যে বড় শিল্পের ঋণ আদায় কমেছে রেকর্ড ৫৯.৭৬ শতাংশ, মাঝারি শিল্পে ৪০.৯২ শতাংশ ও ক্ষুদ্র শিল্পে ৪৪.১৮ শতাংশ কমেছে। অন্যদিকে বড় শিল্পে চলতি মূলধন ঋণ ১৮.৫৪ শতাংশ, মাঝারি শিল্পে ৩৬.৯৬ শতাংশ ও ক্ষুদ্র শিল্পে ২৬.৬৯ শতাংশ কমেছে।
আনন্দবাজার/ডব্লিউ এস