আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে। গতকাল সোমবার রাত পর্যন্ত যুদ্ধে ৮১ জন নিহত হয়েছেন।
গত রোববার ভোরের দিকে আর্মেনিয়ান বাহিনী আজারবাইজানের আবাসিক এলাকা ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এরপরই শুরু হয় এই সংঘর্ষ।
যুদ্ধের প্রথম দিন দুই পক্ষ থেকেই ২৮ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছিল। কারাবাখ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দ্বিতীয় দিনে নতুন করে নিহতের সংখ্যা ২৭ জন। গতকাল সোমবার রাতে নতুন করে আরও ২৬ জন নিহত হয়েছেন।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, জার্মানি ও ফ্রান্স দুই দেশকে বৈঠকের অনুরোধ জানালেও এতে সমর্থন রয়েছে ইউরোপিয়ান কাউন্সিলের সদস্য দেশ বেলজিয়াম, যুক্তরাজ্য ও এস্তোনিয়ার।
আনন্দবাজার/টি এস পি