করোনা প্রকোপের কারণে চাকরি পাওয়ার স্বপ্ন দেখে না প্রতি তিনজনের মধ্যে একজনের বেশি যুবক। লন্ডনভিত্তিক দাতব্য সংস্থা দ্য প্রিন্স ট্রাস্টের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। ১৬ থেকে ২৫ বছর বয়সী ২ হাজার জনের মধ্যে চালানো ওই জরিপে ৪৪ শতাংশ যুবকই ‘ভবিষ্যৎ’ নিয়ে হতাশার কথা জানিয়েছেন।
সংস্থাটির যুক্তরাজ্য চ্যাপ্টারের প্রধান নির্বাহী জনাথন টাউনসেন্ডর বলেন, এই করোনা মহামারি যুব সম্প্রদায়ের আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছে। এই আত্মবিশ্বাসের ঘাটতি দূর করে প্রজন্মকে পিছিয়ে পড়ার হাত থেকে রক্ষা করতে পদক্ষেপ নেয়া খুবই জরুরি বলে মনে করে দ্য প্রিন্স ট্রাস্ট।
ওই জরিপে দেখা যায়, ৪১ শতাংশ যুবক এখন বিশ্বাস করে তাদের লক্ষ্য অর্জন করা মোটামুটি অসম্ভব। জরিপে অংশ নেয়া দরিদ্র পরিবারের সন্তানরা এমন অসম্ভবের কথা জানিয়েছে ৫০ শতাংশ। এক তৃতীয়াংশের বেশি অর্থাৎ ৩৮ শতাংশ মনে করেন তারা আর জীবনে কখনই সফল হবে না। এক্ষেত্রে দরিদ্র পরিবার থেকে জরিপে অংশ নেয়া ৪৮ শতাংশের ধারণাই এমন।
জরিপে আরও দেখা গেছে, ৪৩ শতাংশ মনে করে তাদের আর কখনই চাকরি হবে না, ৩৫ শতাংশ মনে করে চাকরির আশা আসলে ছেড়ে দিতে হবে, যে কোন কাজ পেলেই তা করতে চায় ২৮ শতাংশ যুবক। কম বেতন কিন্তু তার খুবই দরকারি চাহিদা মিটবে এমন চাকরি পেলেও করতে চায় ৪৫ শতাংশ যুবক।
জরিপের ফলাফলের ব্যাখ্যায় টাউনসেন্ড বলেন, এই মহামারি যুব সম্প্রদায়ের শিক্ষা, প্রশিক্ষণ ও চাকরির ওপর অনেক বেশি নেতিবাচক প্রভাব ফেলেছে; আশঙ্কার চেয়েও বেশি। কর্মপযোগী যুবকদের ভবিষ্যৎ হারানোর এমন হতাশা উচ্চাকাঙ্খার মনোভাবে একটি ফারাক তৈরি করে দিচ্ছে। এখান থেকে বের হতে হলে অবশ্যই তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, আবার তাদের প্রশিক্ষণের ব্যবস্থা ও চাকরির সুযোগ করে দিতে হবে। এভাবে অনেক দিন তারা চাকরির বাইরে থাকলে তাদের কর্মদক্ষতা থেকে আমরা বঞ্চিত হবো।
আননাদবাজার/ডব্লিউ এস