ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মাদককাণ্ডে জেরার মুখে কেঁদে ফেলেন দীপিকা

মাদককাণ্ডে এনসিবির হাতে সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী গ্রেপ্তারের পরপরই বেরিয়ে আসে বলিউডে মাদক সংশ্লিষ্টতার তথ্য। এ তালিকায় নাম ওঠে আসে বলিউডের ৫০ তারকার নাম।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবির) ৫ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের মুখে কেঁদে ফেলেন বলিউড অভিনত্রী দীপিকা পাডুকোন।

সূত্রের খবর অনুসারে, দীপিকাকে প্রায় ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়৷ এনসিবি-র কড়া জিজ্ঞাসাবাদের মুখে কিছুটা হলেও ঘাবড়ে যান দীপিকা৷ প্রশ্নবাণে জর্জরিত হয়ে এনসিবি- অফিসারদের সামনেই কেঁদে ফেলেন দীপিকা পাডুকোন৷ আর ৫ ঘণ্টা সময়ের মধ্যে এরকম ঘটনা ঘটেছে কমপক্ষে ৩ বার!

এদিন এনসিবির দপ্তরে সবার আগে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সকাল ১০টার পূর্বেই তিনি এনসিবির দপ্তরে পৌঁছে গিয়েছিলেন। এই বলিউড অভিনেত্রীকে সাড়ে পাঁচ ঘণ্টা জেরা করা হয়। দীপিকা ছাড়াও সারা আলী খান ও শ্রদ্ধা কাপুরকেও জেরা করে এনসিবি।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন