ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বন্দুকধারীর হামলায় মেক্সিকোতে ১১ জন নিহত

মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের জেরাল দেল প্রোগ্রেসো শহরের একটি পানশালায় বন্দুকারীর হামলায় ১১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার এই ঘটনা ঘটেছে, নিহতদের মধ্যে চার নারীও রয়েছে। খবর: এবিসি নিউজ।

গুয়ানাহুয়াতো রাজ্যের কৌঁসুলিরা জানান, জারাল দেল প্রোগ্রেসো শহরের নিকট একটি পানশালায় কয়েকটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এ শহরটি মিকোয়াকেন রাজ্যের সীমান্তের কাছে অবস্থিত।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত ১১ জনের মধ্যে চারজন নারী রয়েছে। এই চার নারী হাইওয়ের পাশে অবস্থিত ওই পানশালায় নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। তবে বাকি সাত জনের ব্যাপারে এখন পর্যন্ত কোনও তথ্য জানা যায়নি।

এদিকে, হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, এটি ড্রাগ গ্যাংদের দ্বারা পরিচালিত হামলা হতে পারে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন