ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

দেশের প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। কিন্তু আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। দেশর অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মাঝেও ডিএসই–৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে এক হাজার ৭১২ পয়েন্টে অবস্থান করছে। তাছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

আজ ডিএসইতে এক হাজার ৮৭৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার এবং ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৫৪ কোটি ৯২ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৩৪ কোটি ৪২ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৯১ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২০ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন