এবার টিকটকের উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করল দেশটির আদালত। গতকাল রবিবার ওয়াশিংটনের একটি আদালত জানিয়েছে, মার্কিন নাগরিকদের জন্য টিকটক ডাউনলোডের সুযোগ এখনই বন্ধ করে দেওয়া যাবে না।
এর আগে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে ট্রাম্প বলেছিলেন, টিকটক যদি কোনও মার্কিন সংস্থা কিনে নেয়, তা হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। এরই ধারাবাহিকতায় এই মাসেই টিকটকের মার্কিন শেয়ার কিনে নিয়েছে ওরাকল। তবে যেভাবে তারা এটি কিনেছে এতে প্রতীয়মান হচ্ছে, তা নিয়ে এখনও মার্কিন প্রশাসন সন্তুষ্ট নয়।
এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের আগের সিদ্ধান্ত এখনও বদলায়নি। সেজন্য রবিবার যুক্তরাষ্ট্রে টিকটক ডাউনলোড বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তবে টিকটক প্রস্তুতকারক সংস্থা মার্কিন আদালতের শরণাপন্ন হয়।
সংস্থাটির দাবি করেছে, ডাউনলোড বন্ধ হয়ে গেলে বিপুল ক্ষতির মুখে পড়বে সংস্থাটি। এতো বিশাল ক্ষতি সামাল দেওয়ার সাধ্য তাদের নেই। ওই আবেদনের প্রেক্ষিতেই টিকটক ডাউনলোডের সুযোগ আপাতত বহাল রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
তবে জানা গেছে, সরকারের সঙ্গে সমঝোতায় না এলে আগামী ১২ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে টিকটক পুরোপুরি নিষিদ্ধের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে। এ ব্যাপারে ভিন্ন কোনও নির্দেশনা দেয়নি আদালত।
আনন্দবাজার/টি এস পি