ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রায়াল শেষ না করেই নাগরিকদের করোনা টিকা দিচ্ছে চীন

চীনের সম্ভাব্য করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ না করেই হাজার হাজার নাগরিকের শরীরে তা প্রয়োগ করছে দেশটির সরকার। এই পক্রিয়া চলছে গত জুলাই মাস থেকেই।

বিশেষজ্ঞরা আগেই ট্রায়ালের আগে সাধারণ মানুষের শরীরে সম্ভাব্য করোনা ভ্যাকসিন প্রয়োগ নিয়ে সতর্ক করে দিয়েছেন। এছাড়া এ নিয়ে বার বার সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

তবে দেশটির স্বাস্থ্য কমিশনের এক কর্মকর্তা জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েই তারা জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে।

ভ্যাকসিনটি প্রথমে সরকারি কর্মকর্তা এবং গবেষকদের শরীরে প্রয়োগ করা হয়েছে। তারপর ধীরে ধীরে সাধারণ মানু্ষের ওপর প্রয়োগ শুরু হয়।
চীনের এক স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, যেকোনো প্রকারে এই ভাইরাসকে আটকাতে চাইছে সরকার। সেজন্যেই ট্রায়ালের দীর্ঘ প্রক্রিয়ায় না গিয়ে জরুরি ভিত্তিতে প্রয়োগ শুরু হয়ে গেছে দেশে।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা জেন জংওয়েই জানান, সুরক্ষা বিধি মেনেই জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। মূলত সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদেরই এই ভ্যাকসিন দেয়া হচ্ছে, কারণ তারা রাত-দিন বাইরে থেকে কাজ করেন। কাজের সূত্রে বিদেশে যেতে হয়। তারা যাতে ফের দেশে ফিরে সংক্রমণ ছড়াতে না পারে, সেজন্যই এটা করা হচ্ছে। এছাড়াও সংক্রমণের নতুন ঢেউ যেকোনো মুহূর্তে দেশে শুরু হতে পারে, সেটাও আটকানো জরুরি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন