ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাকালীন ঘটনা অবলম্বনে নির্মিত নাটক ‘আত্মত্যাগ’

করোনার ভুয়া রিপোর্ট প্রদান-সংগ্রহসহ করোনাকালে ঘটে যাওয়া নানা কাহিনী এবার দেখা যাবে নাটকে। বাস্তবে ঘটতে থাকা এমন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘আত্মত্যাগ’। নাটকটির গল্পে দেখা যাবে, পরিবারের কর্তা তন্ময় মোল্লা। প্রচুর লোভী ও ক্ষমতাবান। স্ত্রীর ছোটবোন তনুর করোনা পজিটিভ হয়েছে এমন আতঙ্ক প্রচার করে পুরো পরিবারকে অশান্তিতে রাখে। এমনকি এক অসৎ হাসপাতালের মালিকের কাছ থেকে করোনার ভুয়া পজিটিভ সনদও আনেন তিনি।

এ পর্যায়ে গল্পে আসে নাটকীয়তা। করোনা পজিটিভের খবর শুনে তনু ঘরের দরজা বন্ধ করে দেয়। দরজা ভেঙে সবাই হতবাক, তনুর মৃত্যু হয়েছে। এটা স্বাভাবিক মৃত্যু নাকি আত্মহত্যা? তন্ময় মোল্লাও হতবাক! করোনার মিথ্যা সনদ প্রচার করছে সম্পত্তির লোভে; কিন্তু তনু সত্যি যে মরে যাবে এটা সে ভাবতেই পারে নি।

পুলিশের তদন্তে বেড়িয়ে আসে তনুকে হত্যা করা হয়েছে। তনুর রুমের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিলো। তাহলে কে হত্যা করলো? রহস্য ঘোলাটে হতে থাকে। সত্যটা জানতে চোখ রাখতে হবে এ সময়ের গল্প নাটক ‘আত্মত্যাগ’-এ।

নাটকটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও স্বাগতাসহ অনেকে। তপু খানের গবেষণা, সার্বিক তত্ত্বাবধানে পরিচালনায় পর্ব পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজিব। রচনা করেছেন নাট্যকার মিজানুর রহমান বেলাল। চিত্রগ্রাহক ছিলেন মহি শান্ত ও নাসির খান।

নীলাঞ্জনা প্রযোজনা প্রতিষ্ঠান ও টিম বিগ ব্যাগের প্রযোজনায় আজ রাত ৮টায় নাটকটি আরটিভিতে প্রচার হবে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন