ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘শহীদের রক্তের বদলা নেওয়া হবে’

বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে ফের আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে হুঁশিয়ারি দিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, যারা আজারবাইজানকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের আফসোস করতে হবে।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) আর্মেনিয়ার সেনাবাহিনীর ব্যাপক সামরিক উস্কানির পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, আর্মেনিয়ার সশস্ত্রবাহিনী আজারবাইজানের বসতি এবং সামরিক স্থাপনায় বিভিন্ন দিকে থেকে ভারী গোলাবরুদসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। শত্রুদের এ হামলায় সাধারণ নাগরিক এবং আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা নিহত হয়েছে। এছাড়াও কিছু মানুষ আহত হয়েছে। শহীদের রক্তের বদলা নেওয়া হবে। আল্লাহ শহীদদের শান্তিতে রাখুন।

তিনি আরও বলেন, আমাদের সেনাবাহিনী আর্মেনিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে প্রতিশোধমূল হামলায় অব্যাহত রয়েছে। ইতোমধ্যে তাদের অনেক সামরিক সরঞ্জাম ধ্বংস করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই দেশ দু’টির মধ্যে নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে বিরোধ চলে আসছে। যদিও আন্তর্জাতিকভাবে আজারবাইজানের স্বীকৃতি অঞ্চল হলেও ১৯৯১ সাল থেকে আর্মেনিয়ার সেনাবাহিনী অবৈধভাবে তা দখল করে রেখেছে।

সংবাদটি শেয়ার করুন