ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে ভুট্টা আমদানি বেড়ে ১০ লাখ টন ছাড়িয়েছে

চরম প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে চীনের ভূট্টা খাত। একদিকে আবহাওয়ার কারণে উৎপাদন কমে আসার সম্ভাবনা আবার অন্যদিকে, দীর্ঘমেয়াদে দাম বৃদ্ধি পাওয়ার প্রবণতা। এ অবস্থায় আন্তর্জাতিক বাজার থেকে কৃষিপণ্যটির আমদানি বাড়িয়ে দিয়েছে চীন। গত আগস্টে দেশটিতে ভুট্টা আমদানি রেকর্ড পরিমাণ বেড়ে ১০ লাখ টন ছাড়িয়ে গেছে।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের সরকারি তথ্যানুযায়ী, চলতি বছরের আগস্টে আন্তর্জাতিক বাজার থেকে চীনা আমদানিকারকরা সব মিলিয়ে ১০ লাখ ২০ হাজার টন ভুট্টা আমদানি করেছেন। এক বছরের ব্যবধানে দেশটিতে কৃষিপণ্যটির আমদানি বেড়েছে রেকর্ড ৩৩৯.৮ শতাংশ।

এ সময় ভুট্টা আমদানি করতে গিয়ে চীনা আমদানিকারকদের সব মিলিয়ে ১৫৩ কোটি ইউয়ান (চীনা মুদ্রা) বা ২২ কোটি ৫০ লাখ ডলার ব্যয় হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩১২ শতাংশ বেশি।

জিলিন, লিয়াওনিং, হেইলংজিয়াং, ইনার মঙ্গোলিয়াসহ চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো ভুট্টা উৎপাদনের জন্য পরিচিত। চলতি বছরের আগস্টের শেষে এবং সেপ্টেম্বরের শুরুর দিক এ অঞ্চলের ওপর দিয়ে পরপর তিনটি শক্তিশালী টাইফুন বয়ে গেছে। এতে ব্যাহত হয়েছে কৃষিপণ্যটির উৎপাদন। ক্ষেতেই নষ্ট হয়েছে অনেক ভুট্টা। মান কমেছে উৎপাদিত ভুট্টার।

প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি বছর চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় ভুট্টা উৎপাদনকারী এলাকাগুলোয় কৃষিপণ্যটির উৎপাদন ৫০ লাখ থেকে ১ কোটি টন পর্যন্ত কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন