ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পারমাণবিক যুদ্ধে বিজয়ী হওয়া যায় না : জাতিসংঘ মহাসচিব

পারমাণবিক যুদ্ধে বিজয়ী হওয়া যায় না এবং অবশ্যই এ লড়াই করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

গতকাল শনিবার পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলকরণে আন্তর্জাতিক দিবসের বার্তায় তিনি বলেন, পারমাণবিক অস্ত্রের ব্যবহার হলে বিশ্বের সকল দেশ ক্ষতিগ্রস্ত হবে, এর অর্থ এই যে, পুনরায় এই মরণঘাতি অস্ত্র ব্যবহার না হয় তা নিশ্চিত করার জন্য সকল দেশের অস্ত্রাগার থেকে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল করতে হবে।
এ সময় তিনি আরও বলেন, পরমাণু অস্ত্রের ঝুঁকি কমাতে পরমাণু অস্ত্রের অধিকারী দেশগুলোকে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে প্রকৃতভাবে ও আন্তরিক বিশ্বাসের সাথে সংলাপে আসতে হবে।

আন্তোনিও গুতেরেস বলেন, পুনরায় তাদের এই আস্থায় ফিরে আসা উচিত যে, এই যুদ্ধে বিজয়ী হওয়া যায় না এবং অবশ্যই লড়াই করা উচিত হবে না। তারা নিরস্ত্রীকরণের যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়নের জন্য তাদের পদক্ষেপ নেয়া উচিত।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন