মাত্র এক টাকা জমা দিয়েই কিস্তিতে কেনা যাবে মোটরসাইকেল। হিরো, হোন্ডা ও টিভিএস ব্র্যান্ডের মোটরসাইকেল এবং ও স্কুটি কেনার ক্ষেত্রে ভারতের ফেডারেল ব্যাংক এই সুবিধা এনেছে। শুধুমাত্র ব্যাংকটির গ্রাহকরাই এ সুবিধা পাবেন।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে জানায়, ডেবিট কার্ডে ইএমআই অপশনে মোটরসাইকেল কেনার সুযোগ করে দিয়েছে ফেডারেল ব্যাংক। এতে ব্যাংকের গ্রাহকরা দেশের ৯৫৭টি শোরুম থেকে মাত্র এক টাকা দিয়ে ইএমআই ফ্যাসিলিটিতে মোটরসাইকেল বা স্কুটি কিনতে পারবেন।
তিন, ছয়, নয় বা বারো মাসের ইএমআই অপশনে গ্রাহক হিরো, হোন্ডা ও টিভিএস মোটরসাইকেল এবং স্কুটি নিতে পারবেন। এই স্কিমের বিশেষ সুবিধাও রয়েছে। এই সুবিধা পেতে গ্রাহককে ব্যাংকে যেতে হবে না লাগবে না পেপার ওয়ার্কও। পুরো প্রক্রিয়া হবে অনলাইন। তবে তার আগে দেখে নিতে হবে গ্রাহক এই স্কিম পাওয়ার জন্য উপযুক্ত কি না। উপযুক্ত হলে তারপর গ্রাহক এক টাকায় কিনতে পারবেন নির্দিষ্ট কোম্পানির মোটরসাইকেল।
এছাড়া হোন্ডার বাইক বা স্কুটি কিনলে পাঁচ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। তবে এজন্য তাকে ন্যূনতম ৩০ হাজার টাকা ডেবিট কার্ড থেকে খরচ করতে হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস