ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদককাণ্ডে দীপিকাকে জিজ্ঞাসাবাদ

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলার তদন্তে দীপিকা পাড়ুকোনের নাম আসার কারেণ তাকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের ‍মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

শনিবার সকালে মুম্বাই পোর্ট ট্রাস্টের গেস্ট হাউজে ৬ ঘণ্টা ধরে এনসিবির পাঁচ সদস্যের বিশেষ তদন্ত দল তাকে জিজ্ঞাসাবাদ করেন বলে জানিয়েছেন হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি।

এর পূর্বে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আরেক অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করে ভারতের ‍মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

দীপিকার সাথে তার ম্যানেজার কারিশমা প্রকাশকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এর পূর্বে ভারতীয় গণমাধ্যমগুলোতে সংবাদমাধ্যমে ফাঁস হওয়া মাদক চ্যাটে কারিশমার কাছ থেকেই নিষিদ্ধ মাদক চাইতে দেখা গেছে দীপিকাকে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনও ছিলেন দীপিকা।

একই অভিযোগে বলিউডের আরও দুই নায়িকা শ্রদ্ধা কাপুর ও সারা আলি খানকেও জিজ্ঞাসাবাদ করেছে এনসিবিতে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন