এখন থেকে সব এক্সটেনশনই ফ্রিতে ব্যবহার করতে পারবেন ক্রোম ইউজাররা। ফলে ক্রোম ব্রাউজারে আর এক্সটেনশন থেকে আয় করতে পারবেন না ডেভেলপাররা। যারা এক্সটেনশন তৈরি করে আয় করতে চান তাদেরকে এখন থেকে অন্য কোনো মাধ্যমে এক্সটেনশন বিক্রি করতে হবে।
ক্রোম ওয়েব স্টোর থেকে পেমেন্ট ফিচার সরিয়ে নেওয়ার বিষয়ে এক বিবৃতিতে গুগল এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্রোম ওয়েব স্টোর চালুর ১১ বছর পার হয়েছে। সে সময় ওয়েব স্টোরের আইটেম থেকে ডেভেলপারদেরকে আয় করার পথ তৈরি করে দিতে চেয়েছিলাম। এখন এই ইকোসিস্টেমের পরিধি বেড়েছে। প্রদত্ত অর্থ প্রক্রিয়া দেখভালের জন্য এখন ডেভেলপারদের কাছে বিকল্প অনেক পথ রয়েছে।
আনন্দবাজার/ইউএসএস