ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২০২০ সালের সেরা ল্যাপটপ ব্র্যান্ড ‘আসুস’

২০২০ সালের সেরা ল্যাপটপের তালিকায় প্রথম স্থান অর্জন করল আসুস। প্রতিবছর ‘ল্যাপটপ ম্যাগের’ বিশেষজ্ঞ সম্পাদকীয় টিম ডিজাইন, ওয়ারেন্টি, উদ্ভাবন, মানসহ একাধিক মানদণ্ডের ভিত্তিতে প্রতিটি ব্র্যান্ড মূল্যায়ন ও বিচার করে পুরো ল্যাপটপ বাজারের সমীক্ষা করে। এই মানদণ্ডের উপর ভিত্তি করে তারা স্কোর দেয় আর নির্ধারণ করে বছরের সেরা ল্যাপটপ।

উদ্ভাবন এবং ডিজাইনের শীর্ষে থাকা আসুস ল্যাপটপ নোটবুকের বাজারে সেরা মানের পণ্য সরবরাহে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। গত বছরের আসুস ল্যাপটপগুলো পর্যালোচনা করে ৪০ পয়েন্টের মানদণ্ডে মধ্যে ৩৬ স্কোর দেয় ল্যাপটপ ম্যাগ। যা সকল ব্র্যান্ডের থেকে সর্বোচ্চ।

আসুসের জেনবুক ডুও (ইউএক্স৪৮১) আর জেনবুক প্র ডুও কে ল্যাপটপ ম্যাগ আখ্যায়িত করেছে “কিলার ইনোভেশন” দ্বারা। এছাড়াও বিভিন্ন ল্যাপটপ বিভাগগুলিতে আসুসের এক্সপার্টবুক বি9, ভিভোবুক এস 15 এবং আরওজি জেফাইরাস জি ১৪ সহ বেশ কয়েকটি আসুস ল্যাপটপকে এই বছরের সেরা ল্যাপটপ হিসাবে প্রশংসিত করেছে।

উদ্ভাবনী এবং শক্তিশালী গেমিং ল্যাপটপ হিসাবে আরওজি মাদারশিপ এবং আরওজি স্ট্রিক্স স্কার ৩ (জি ৫৩১জি) কে সর্বোচ্চ স্কোর দিয়েছে। জেনবুক ডুও (ইউএক্স 481) এবং জেনবুক প্রো ডুও (ইউএক্স 581) এর স্ক্রিনপ্যাড ™ প্লাস- সেকেন্ডারি টাচস্ক্রিনকে স্পেশাল রিকমেন্ডশন এ আখ্যায়িত করেছে। সমীক্ষায় আসুএর উদ্ভাবনের জন্য সর্বোচ্চ স্কোর প্রদান করেছেন ১০ এর মধ্যে ১০ এবং ডিজাইনে ১৫ এর মধ্যে ১৫ স্কোর পেয়েছে।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন