ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

২৬ দিনের মাথায় লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ

লেবাননে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থার ২৬ দিনের মাথায় পদত্যাগ করেছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোস্তাফা আদিব। আজ শনিবার লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশন ভাষণে নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

আদিব বলেন, প্রেসিডেন্ট মিশেল আউনের সাথে বৈঠক করার পর তিনি ‘সরকার গঠনের দায়িত্ব’ থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও এর আগে নির্দলীয় একটি মন্ত্রিসভা গঠনের চেষ্টা করেছিলেন আদিব। তবে মন্ত্রিসভা বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব কে পালন করবে তা নিয়ে জটিলতা সৃষ্টি হয়।

মূলত লেবাননের শিয়া সংখ্যাগরিষ্ঠ দুটি দলের দাবির কারণে মন্ত্রিসভা গঠন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং তাদের মিত্র আমাল মুভমেন্ট মন্ত্রিসভায় শিয়া মন্ত্রীর দাবি জানিয়েছে।

এর আগে বার্লিনের সাবেক রাষ্ট্রদূত আদিবকে  গত ৩১ আগস্ট লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। তবে ক্ষমতা গ্রহণের মাত্র চার সপ্তাহের মধ্যেই দায়িত্ব ছাড়ে দিলেন তিনি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন