ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টিতে ধান ক্ষেত তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

পঞ্চগড় জেলায় বেশ কয়েকদিন যাবৎ রাত-দিন টানা বৃষ্টিপাতের কারণে দেখা দিয়ে বন্যার আশঙ্কা। কানায় কানায় ভরে গেছে পানিতে। তলিয়ে গেছে নীচু রাস্তা, নিচু আবাস্থলে উঠতে শুরু করেছে পানি। টানা বৃষ্টিপাতের কারণে হু হু করে বৃদ্ধি পাচ্ছে পানি। মাঠ, ঘাট, পুকুর ভরে পানিতে পরিপূর্ণ আর এতে দুশ্চিন্তায় পড়েছেন মাছ চাষীরা।

আমন ধানের ক্ষেত পানিতে ডুবে যাওয়ায় চিন্তিত কৃষকরা, কেননা তাদের একমাত্র ভরসা আমন ধান। বিভিন্ন জায়গায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত এবং টানা বৃষ্টিপাত যেন থামিয়ে দিয়েছে শ্রমজীবী মানুষের জীবিকা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অনেক বাড়িতে পানি উঠেছে, এবং ঘর থেকে বের হতে পারছেন না কেউ, এদিকে গবাদি পশু নিয়ে বিপদে পড়েছেন খামারিরা। বৃষ্টির কারণে খাবার সংগ্রহে পোহাতে হচ্ছে ভোগান্তি। আর এ মৌসুমে গবাদিপশুর খাবারের দাম প্রচুর পরিমানে বেড়ে যাওয়ায় গরু, ছাগল ও অন্যান্য প্রাণি নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।

কখনো মুষলধারে আবার কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের ফলে চরম বিপাকে পড়তে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের। বৃষ্টি যেন জনজীবনে অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে।

এবং জলাবদ্ধতায় বিপাকে পড়তে দেখা গেছে সাধারণ মানুষদের। ভাদ্রমাসের ভ্যাপসা গরমের পর আশ্বিনের বৃষ্টিতে স্বস্তির পাশাপাশি জনজীবন নেমে এসেছে এক চরম অস্বস্তিকর অবস্থা। বৃষ্টিপাতের তান্ডবে থেমে যাচ্ছে সাধারণ মানষের আয়ের চাকা, দিন মজুরদের অবস্থা আরোও ভয়াবহ।

আনন্দবাজার/ইউএসএস/এসআই

সংবাদটি শেয়ার করুন