দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সমাপ্ত সপ্তাহে দর পতনের শীর্ষে আছে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৩.১৬ শতাংশ।
এ তথ্য পাওয়া গেছে ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা থেকে।
তথ্য অনুসারে, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করেছে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৫ লাখ ১৫ হাজার টাকা।
দর পতনের দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৭ দশমিক ৭৭ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫০ কোটি ৭১ লাখ ৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ১৪ লাখ ১২ হাজার টাকা।
অপরদিকে তিালিকার তৃতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০.৯১ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৮১ লাখ ৪২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৯ কোটি ৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- উসমানিয়া গ্লাস শিট, আনোয়ার গ্যালভানাইজিং, লিগ্যাসি ফুটওয়্যার, মিথুন নিটিং, স্ট্যাইল ক্রাফট, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস ও শমরিতা হসপিটাল লিমিটেড।
আনন্দবাজার/এফআইবি
