ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের প্রথম কুইজভিত্তিক অ্যাপ ‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ নিয়ে তৈরি হচ্ছে দেশের প্রথম কুইজভিত্তিক অ্যাপ ‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’। ‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’ অ্যাপটি নির্মাণের মূল উদ্দেশ্য দেশের আগামী দিনের কাণ্ডারি তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ সম্পর্কে জানতে অনুপ্রাণিত করা।

আইপিডিসি-র অফিসিয়াল ফেসবুক পেজে ভার্চুয়াল আয়োজনের মধ্য দিয়ে অ্যাপটি উদ্বোধন করে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’ অ্যাপের সব প্রশ্ন বাছাই করা হয়েছে একটি সুযোগ্য সম্পাদনা কমিটির নিবিড় তত্ত্বাবধানে। সম্পাদনা কমিটিতে সভাপতি হিসেবে আছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ও বাংলাদেশ ব্যাংক-এর সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, সাহিত্যিক মনি হায়দার এবং দৈনিক প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়কারী মুনির হাসান।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (এমপি) বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু সার্বজনীন। আজকের কিংবা ভবিষ্যতের ছাত্র, রাজনীতিবিদ অথবা সাধারণ মানুষ, যে কারো জন্যই তিনি আদর্শ। তার নীতি বুকে ধারণ করতে পারলে একদিন এই দেশে লক্ষ লক্ষ মুজিব তৈরি হবে।

অ্যাপটিতে প্রাথমিক মাস্টার, জুনিয়র মাস্টার, সিনিয়র মাস্টার এবং গ্র্যান্ডমাস্টার নামে চারটি স্টেজ বা স্তর রয়েছে। চারটি স্টেজ সফলভাবে পেরোতে পারলে অংশগ্রহণকারী গ্র্যান্ডমাস্টার বলে বিবেচিত হবেন।

পরবর্তীতে সকল গ্র্যান্ডমাস্টারকে নিয়ে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান, বিশেষ পুরস্কার প্রদান ও গ্র্যান্ডমাস্টারদের মাঝে বিশেষ প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ডমাস্টারদের স্বীকৃতি জানানো হবে। অ্যাপটির ওয়েব, অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সন পাওয়া যাচ্ছে। পরবর্তী সময়ে অ্যাপটি ইংরেজিসহ অন্যান্য প্রধান ভাষাসমূহে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন