অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন বাড়াচ্ছে মিসর। জ্বালানি তেল উত্তোলন রেকর্ড পরিমাণ বাড়ানোর পথে রয়েছে দেশটি। এর মধ্য দিয়ে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে উন্নীত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
মিসরের জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রী তারেক আল-মোল্লার বরাতে সংবাদমাধ্যম আল-মনিটর জানিয়েছে, মিসরের নিজস্ব কূপগুলো থেকে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় উত্তোলন ৬ লাখ ৫০ হাজার ব্যারেলের ওপরে উন্নীত করা হবে। ১৯৫০-এর পর মিসরে কখনই একদিনে এত জ্বালানি তেল উত্তোলন করা হয়নি।
এর মধ্যে মিসরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি এলাকার কূপগুলো থেকে উত্তোলন করা হবে ৫৬ শতাংশ অপরিশোধিত জ্বালানি তেল। সুয়েজ খালের আশপাশের এলাকার কূপগুলো থেকে আরো ২৩ শতাংশ অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হবে। ১২ শতাংশ অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হবে পূর্বাঞ্চলীয় মরুভূমি এলাকার কূপগুলো থেকে। এছাড়া বাকি ৯ শতাংশ অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হবে সিনাই উপত্যকার কূপগুলো থেকে।
আনন্দবাজার/ডব্লিউ এস